আজ বুধবার, ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জের ধরে আমিনুল ইসলাম নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। রবিবার দুপুরে উপজেলার শান্তিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতের বড় ভাই লায়ন মাহবুবুর রহমান বাবুল জানান, উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হকের নির্দেশে ডাকাত সর্দার হাবিবুর রহমান ওরফে হাবু ডাকাত ও তার সহযোগিরা আমিনুল ইসলামকে শান্তিরবাজার এলাকায় ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে। এসময় এলাকার লোকজন আমিনুলের ডাকচিৎকার শুনে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে বারদী ইউপি চেয়ারম্যান জহিরুল হকের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, ডাকাত সর্দার হাবুর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।