আজ শনিবার, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে যুবদলের সিনিয়র সহ সভাপতি গ্রেফতার

সোনারগাঁ প্রতিনিধি: পুলিশের দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা যুবদলের সিনিয়র সহ সভাপতি আতাউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) তানভির আহমেদ জানান, পুলিশের দায়ের করা নাশকতার মামলায় থানা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমানকে রোববার তার বাড়ি মোগরাপাড়া চৌরাস্তা এলাকার থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতে আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে গত ১০ অক্টোবর উপজেলার কাঁচপুুর এলাকায় বিক্ষোভ মিছিল করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ওই ঘটনার পর সোনারগাঁ থানার এসআই মনিরুজ্জামান বাদী হয়ে দেড় শতাধিক নেতাকর্মীকে আসামী করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় যুবদল নেতা আতাউর রহমানকে গ্রেফতার করা হয়।