নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সৈয়দ মোস্তফা নামের এক মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে সোনারগাঁ পৌরসভার সাবেক কাউন্সিলর লায়ন মোশারফ হোসেনের বিরুদ্ধে। ২৬ অক্টোবর বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। এছাড়াও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিনুর ইসলামের কাছে মৌখিকভাবে অভিযোগ দায়ের করেছেন।
মুক্তিযোদ্ধা সৈয়দ মোস্তফা সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরে ডিজিটাল সেন্টারের সামনে মুক্তিযোদ্ধা দেওয়ানউদ্দিন চুন্নু তাকে কথা বলার জন্য ডেকে নিয়ে যায়। কথাবর্তার এক পর্যায়ে সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনি তাকে দেখে অকথ্য ভাষার গাল মন্দ করে।
একপর্যায়ে তার সঙ্গে থাকা সোনারগাঁ পৌরসভার সাবেক কাউন্সিলর লায়ন মোশারফকে ওসমান গনি নিদের্শ দেন সৈয়দ মোস্তফাকে জুতা দিয়ে পিটিয়ে আহত করতে। ওসমান গণির নির্দেশে লায়ন মোশারফ জুতা দিয়ে পিটিয়ে লাঞ্ছিত করে মুক্তিযোদ্ধা সৈয়দ মোস্তফাকে। এ ঘটনায় সৈয়দ মোস্তফা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।
তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধা ওসমান গনির অবৈধভাবে অর্জিত কোটি কোটি টাকার বানিজ্য ও মুক্তিযোদ্ধাদের ভাতা আত্মসাৎ ও মুক্তিযোদ্ধাদের পরিবারকে লোন পাইয়ে দেওয়ার নাম করে টাকা আদায়ের অভিযোগ তুলে সরকারী বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করার ক্ষিপ্ত হয়ে লায়ন মোশারফকে দিয়ে আমাকে লাঞ্ছিত করে।
লায়ন মোশারফ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এ ঘটনার সঙ্গে জড়িত না। এ বিষয়ে আমি কিছুই জানি না। সৈয়দ মোস্তাফা কে আমি তাকে চিনি না।
সোনারগাঁ উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম বলেন, বিষয়টি মৌখিকভাবে শুনেছি। তবে থানা পুলিশের কাছে শরনাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছি।