সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পরিষদ চত্বরে মঙ্গলবার দুপুরে ষড়যন্ত্রকারি ৬জন মুক্তিযোদ্ধার বিরেুদ্ধে সকল মুক্তিযোদ্ধারা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সোহেল রানা ও ডেপুটি কমান্ডার ওসমান গনির নেতৃত্বে এ মানববন্ধন শেষে সকল মুক্তিযোদ্ধারা মিলে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার শাহীনুর ইসলামের কাছে একটি স্মারক লিপি প্রদান করেন।
মানববন্ধনে উপস্থিত মুক্তিযোদ্ধার বলেন,সোনারগাঁও উপজেলার মুক্তিযোদ্ধা সিপাহী সৈয়দ মোস্তফা ও আলতাফ হোসেন বিভিন্ন সময়
উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের মাঝে বিভেদ সৃষ্টির চেষ্টা করছেন। তাদের সঙ্গে বির্তকিত ভুমিকায় রয়েছেন,সৈয়দ হোসাইন, শফিউর রহমান, মনিরুজ্জামান,আব্দুল মান্নানসহ ৬জন।উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নির্বাচনে সোহেল রানা ও ডেপুটি কমান্ডার ওসমান গনির প্যানেলের সঙ্গে ২টি নির্বাচনে পরাজিত হয় সিপাহী সৈয়দ মোস্তফা ও আলতাফ হোসেন। নির্বাচনে সৈয়দ মোস্তফা প্যানেল পরাজিত হয়ে বর্তমান কমান্ডার সোহেল রানা ও ডেপুটি কমান্ডার ওসমান গনির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করে উপজেলার মুক্তিযোদ্ধাদের মাঝে বিভেদ ও হানাহানির অপচেষ্টা চালাচ্ছে।