আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে মা ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখম

সোনারগাঁও প্রতিনিধি :
সোনারগাঁয়ের বৈদ্যোরবাজার ইউনিয়নের জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে মা ছেলেকে কুপিয়ে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। বুধবার রাতে হাড়িয়া চৌধুরী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত মিনারা আক্তার বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।


সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগে মিনারা আক্তার উল্লেখ করেন, জমি সংক্রান্ত ও পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের আক্তার হোসেনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ জমি নিয়ে তাদের সঙ্গে আদালতে একটি মামলা চলমান রয়েছে। সেই বিরোধের জের ধরে গত বুধবার রাতে মিনারা আক্তারের ছেলে তুহিনকে একা পেয়ে আক্তারের নেতৃত্বে নূরউদ্দিন, সামসুদ্দিন, মনি বেগম, নুরতাজ বেগমসহ ৫-৬জনের একটি দল লাঠিসোটা, রামদা ও হকিস্টিক নিয়ে আক্রমন করে কুপিয়ে আহত করে। এসময় আহত তুহিনের ডাক চিৎকারে তার মা মিনারা বেগম এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করে। আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে।
সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম বলেন, এ ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তবে এলাকায় এ বিষয়ে একটি মিমাংসার চেষ্টা চলছে।