মাজহারুল ইসলাম: নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার ব্যক্তিকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বি.এম রুহুল আমিন রিমন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বি.এম রুহুল আমিন রিমন বলেন,উপজেলার বৈদ্যেরবাজার এলাকায় অভিযান চালিয়ে করাতকল মালিক হাজী আনোয়ার উদ্দিনকে তার ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকায় ১২ হাজার টাকা,মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় করাতকল মালিক কৃষ্ণ বড়াইকে তার ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকায় ৭ হাজার টাকা, মোগরাপাড়া ইউনিয়নের বড়নগর গ্রামের শাহ আলমের ছেলে হানিফ মিয়া ও মৃত আইয়ুব আলীর ছেলে আমির হোসেনকে ৫ হাজার এবং মাদক সেবনের অপরাধে দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।