আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে ভাটিবন্দর সেতু উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

সোনারগাঁ উপজেলার সাহাপুর এলাকায় মেনিখালী নদীর উপর ৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ভাটিবন্দর সেতুর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে ৩ কোটি ২৫ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুটি উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী আলী হায়দার খাঁন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান ভূঁইয়া, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সনমান্দী ইউপির সাবেক চেয়ারম্যান হাজী শাহাবুদ্দিন সাবু, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সোনারগাঁ উপজেলা শাখার চেয়ারম্যান জাহানারা আক্তারসহ উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ।