সংবাদচর্চা অনলাইনঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুরে সঙ্ঘবদ্ধ ছিনতাইকারী গামছা বাহিনীর ২ সদস্যকে গাড়ীসহ আটক করেছে কাচঁপুর হাইওয়ে থানা পুলিশ।
বৃহস্পতিবার ৪ঠা ফেব্রুয়ারি বিকেল সাড়ে তিনটায় ৯৯৯-এ কল পেয়ে সোনারগাঁ উপজেলার মদনপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি গাড়ী ও ছিনতাইয়ের হাতিয়ার গামছা,বিদ্যুতের তার ও ছিনতাইকৃত নগদ টাকাসহ মফিজুল ইসলাম (৪৫) ও রিপন ওরফে শিমুল (৪০) কে আটক করা হয়।
গ্রেফতারকৃত মফিজুল ইসলাম ঢাকার লালবাগের আব্দুর রহিমের ছেলে এবং রিপন ওরফে শিমুল বাগেরহাটের চিতলমারী এলাকার তাহাজ্জেদ সরদারের ছেলে। এসময় ভিকটিম ইসমাইল কে উদ্ধার করা হয়েছে।
কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান জানান, ছিনতাইকারীরা মহাসড়কে চলাচলরত যাত্রীদের গাড়ীতে তুলে গলায় গামছা ও বিদ্যুতের তার পেচিয়ে আহত করে টাকা পয়সা ও মোবাইল ছিনিয়ে নেয়। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।