সংবাদ বিজ্ঞপ্তি: সোনারগাঁও থানার গণধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ শাহাজালাল (৩৩) কে গ্রেফতার করেছে র্যাব-১১ (সিপিএসসি, নারায়ণগঞ্জ)। শনিবার ( ৩১ অক্টোবর) সন্ধ্যার আগে গোপন সূত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বাড়ি ফতুল্লা থানার কাশিপুরে।
র্যাব-১১ সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
তিনি জানান, গত ১৮ অক্টোবর সাড়ে ১১ টায় গণধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ শাহাজালাল (৩৩) এর আরো ০৩ জন সহযোগি মিলে ভিকটিমকে মোগড়াপাড়া চৌরাস্তা হতে মাইক্রোবাস যোগে অপহরণ করে এবং ২০ অক্টোবর রাত পৌনে ১১ টায় সোনারগাঁও থানাধীন কংকা ফ্যাক্টোরীর সামনে ভিকটিমকে হাত, পা বাধা অবস্থায় মাইক্রোবাস থেকে ফেলে দেওয়া হয়। পরবর্তীতে স্থানীয় জনগণের সহায়তায় ভিকটিমকে উদ্ধার পূর্বক ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা এবং ২৩ অক্টোবর সোনারগাঁও থানায় মামলা রুজু করা হয়। এর পরিপ্রেক্ষিতে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্প আসামী গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে । গ্রেফতারকৃত আসামী মোঃ শাহাজালাল (৩৩) এর বিরুদ্ধে সোনারগাঁও থানায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন ও অন্যান্য আসামী গ্রেফতারে র্যাব এর তৎপরতা অব্যাহত আছে।