আজ বৃহস্পতিবার, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সোনারগাঁ উপজেলায় ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৮ জুন মঙ্গলবার বিকেলে উপজেলার শম্ভুপুরা এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানান, স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে জানালে পুলিশ গিয়ে উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরো জানান, নিহতের পরিচয় জানা যায়নি। অনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের যুবকের পরনে ছিল টি-শার্ট, জিন্স প্যান্ট ও হাতে ঘড়ি ছিল। নিহতের শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন নেই। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।