সোনারগাঁয়ে ইউএনও মেয়ের রাজসিক জন্মদিনের পার্টি
সোনারগাঁ প্রতিনিধি: সোনারগাঁয়ের ইউএনও শাহীনুর ইসলামের মেয়ে তালবিয়া নুর রোজার রাজসিক জন্মদিনের পার্টি করে ব্যাপক সমালোচনা পড়লেন ইউএনও। এ ঘটনায় সর্বত্র তোলপাড় সুষ্টি হয়েছে।
জানা যায় সোনারগাঁয়ের ইউএনও শাহীনুর ইসলাম ও তার স্ত্রী নুসরাত ইসলাম গতকাল রোববার রাতে তার মেয়ে তালবিয়া নুর রোজার জন্মদিন উপলক্ষে সোনারগাঁয়ের অভিজাত তিনতারকা হোটেল সোনারগাঁ রয়েল রিসোর্টে জমকালো রাজসিক বার্থডে পার্টির আয়োজন করে। সোনারগাঁয়ের জনপ্রতিনিধি ও বিতর্কিত মানুষকে এ অনুষ্ঠানে নিমন্ত্রন জানানো হয়। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে অনুষ্ঠান। সাংস্কৃতিক ও নামী দামী সব ধরনের রকমারী ভোজনের ব্যবস্থা করা হয় অনুষ্ঠানে। অনুষ্ঠানে প্রায় ১০ লাখ টাকা খরচ করা হয় বলে সেই অনুষ্ঠানে আমন্ত্রিত একাধিক জনপ্রতিনিধি জানান।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক জনপ্রতিনিধি জানান, একজন আমলার মেয়ের অনুষ্ঠান এতবড় জমকালো করা হলো কিভাবে। অনুষ্ঠানের অর্থের বিষয় নিয়ে রোববার দিনভর সোনারগাঁয়ের সর্বত্র আলোচনা সমালোচনা হয়।
একজন সরকারী কর্মকর্তা জানান, প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা এ ধরনের বড় রাজসিক অনুষ্ঠান কোনো ভাবেই করতে পারেন না। এ অনুষ্ঠানের অর্থের বিষয়টি মানুষকে ভাবিয়ে তুলেছে। এ অনুষ্ঠান করতে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের কাছ থেকে চাদাঁ তুলে অর্থের যোগান দেওয়া হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
এ ব্যাপারে ইউএনও শাহীনুর ইসলাম বলেন, আমার মেয়ের বার্থডে পার্টি জমকালো করে করা হয়েছে এ কথা সত্য। অনুষ্ঠানের পুরো অর্থ আমার স্ত্রী খরচ করেছেন। তিনি অনেক ধনী মানুষ। কারো কাছ থেকে চাদাঁ নেওয়ার প্রশ্নই উঠেনা।