আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয় ২ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক:

সোনারগাঁও উপজেলাধীন মেঘনা নদীতে সরকারী আইন অমান্য করে অবৈধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ শিকারের দায়ে ২ জেলেকে নৌ পুলিশের সহায়তায় আটক করে উপজেলা মৎস্য অফিসার। তাদেরকে মেঘনা নদী থেকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান কারেন্ট জাল ও জাটকা মাছ উদ্ধার করা হয়েছে। সোনারগাঁ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, সরকারী আইন অমান্য করে অবৈধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ শিকার করার অপরাধে মুরসিদ ও সালাম নামের ২ জেলেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ জেলের ২০ দিনের কারাদন্ড প্রদাান করা হয়েছে। জব্দকৃত কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে ও উদ্ধার করা ইলিশ মাছ স্থাণীয় মাদ্রাসায় দিয়ে দেয়া হয়।

সর্বশেষ সংবাদ