আজ মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁ বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত

সোনারগাঁ

সোনারগাঁ বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত
সোনারগাঁ

সোনারগাঁও প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নজরুল ইসলাম(৩৭) নিহত হয়েছে। এসময় ডাকাতদের গুলিতে দুই পুলিশ সদস্যও আহত হয়েছে। এসময় পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার বারদী ইউনিয়নের ফুলদী এলাকায়। পুলিশ নিহত ডাকাত নজরুলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরন করেছে।

সোনারগাঁও থানার ওসি মোর্শেদ আলম জানান, উপজেলার বারদী ইউনিয়নের ফুলদী এলাকার সাদেক সাহেবের বালুর মাঠে ১০/১৫ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তÍতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের ৩টি টিম ঘটনাস্থলে পৌছে ডাকাতদের ঘেরাও করে ফেলে । এসময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে এলোপাথারী গুলি ছুড়তে থাকে। পরে পুলিশ পাল্টা গুলি ছুড়লে আন্তজেলা ডাকাত সর্দার নজরুল ইসলাম নিহত হয়। এসময় ডাকাতদের ছোড়া গুলিতে পুলিশের এ এস আই সামান মিয়া ও কনস্টেবল মমিন আহত হয়।

আহত ২ পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল, ৩টি ছোড়া, একটি চাপাতি ও একটি কাউয়াল উদ্ধার করা হয়েছে। নিহত ডাকাত সর্দার নজরুলের বিরুদ্ধে সোনারগাঁ থানা সহ দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও অপহরনসহ প্রায় এক ডজনের উপরে মামলা রয়েছে। সে একটি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। ডাকাত সর্দার নজরুল উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।