নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন ও বন্দর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সোনাকান্দা হাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার ( ৫ মার্চ) দুপুরে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এসময় সোনাকান্দা হাট সংলগ্ন এলাকায় সোলায়মান লেংটার আস্তানা ও ব্যবসায়ী তাওলাদ হোসেন মিয়া অফিস কক্ষসহ বেশ কয়েকটি টিনসেট ঘর উচ্ছেদ করা হয়। পরে দখল মুক্ত জায়গায় ত্রান গুদাম ও দূর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র নির্মানের জন্য একটি সাইনবোর্ড সাটানো হয়।
বন্দর উপজেলা সহকারি (ভূমি) কমিশনার আফিফা খানের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদসহ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ।