আজ শুক্রবার, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সেই রোজেল ফেঁসে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক:

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে গিয়ে অবশেষে ফেঁসে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক জাহিদ হাসান রোজেল।

রোজেলের বিরুদ্ধে গঠন করা তিন সদস্যের তদন্ত কমিটি তাদের রিপোর্টার জমা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির কাছে। মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে তদন্ত কমিটির প্রতিবেদন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের নিকট জমা দিয়েছেন তদন্ত কমিটির সদস্য নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন।
নাম প্রকাশে অনইচ্ছুক জেলা বিএনপির এক নেতা সংবাদচর্চাকে বলেন, ফেঁসে যাচ্ছে জাহিদ হাসান রোদেলা। তদন্ত কমিটি রোজেল যে বঙ্গবন্ধুর মাজারে গিয়ে ছিলো তার সত্যতা পেয়েছে । সদস্য সচিব মামুন মাহমুদ এখন সত্য ঘটনা প্রকাশ করবে কিনা তা নিয়ে সন্দেহ ।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন আজকে মাত্র হাতে পেয়েছি। তদন্ত রিপোর্ট দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তদন্ত কমিটির সদস্য মো. নাসির উদ্দিন জানান, আমি এ বিষয়ে কিছুই এখন বলবো না। এটি সম্পূর্ণ গোপনীয় বিষয়। আমাদের তদন্ত রিপোর্ট জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের নিকট জমা দিয়েছি।