সংবাদচর্চা রিপোর্ট:
সূর্যের হাসি ক্লিনিকে নেই কোন ডাক্তার। সেবার নামে করছে রোগীদের হয়রানী। যে কোন সময় ঐ হাসপাতালে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।
নারায়ণগঞ্জ ৩২৬/৩৭৯ পশ্চিম লামাপাড়া আনোয়ার হোসেনের বাড়িতে ১ম ও ৩য় তলা ফ্লোর প্রায় ১০ বছর যাবত প্রতিষ্ঠিত সূর্যের হাসি ক্লিনিক । সারা বাংলাদেশে ৩৯৯ টি সূর্যের হাসি ক্লিনিক ছিল যা বর্তমানে রয়েছে ৩৭০ টি ।
এডমিনিমটেড চিফ এসিসটেন্ড রাকিব সংবাদ চর্চাকে বলে, এই ক্লিনিকে মাঠ ফিল্ডে কাজ করে ৫ জন । মোট ৭জন রয়েছে নার্স । নেই কোনো ডাক্তার । এই ক্লিনিকে নার্সরাই সব সেবা প্রদান করে থাকে । আর এই কিøনিকে ডাক্তার ফ্রি ন্ওেয়া হয় ৬০ টাকা । সংবাদ চর্চা রাকিবের কাছে জানতে চায়, রোগীর অবস্থা যখন খারাপ থাকে তখন আপনারা কি করেন ? রাকিব বলে আমরা তখন খানপুর থেকে ডাক্তার জাহাঙ্গীর¦া ডাক্তার বা ডাক্তার আলমগীরকে ডেকে আনি । এই ক্লিনিকে কোনো স্থায়ী ভাবে ডাক্তার নিয়োগ দ্ওেয়া হয়নি । সংবাদ চর্চা আরো জানতে চায় ডাক্তারা তো সরকারি ডাক্তার তাদের যখন হসপিটালে ডিউটি থাকে তখন তারা কিভাবে আসে ? তার উত্তরে রাকিব বলে,তা আমরা জানি না তবে তাদের আসতেই হবে কারন তাদের সাথে আমাদের চুক্তিবদ্ধ আছে।
সংবাদচর্চা ডাক্তার জাহাঙ্গাগীরকে ফোন করে তার ফোন অফ পাওয়া যায় ।
বিষয়ে এই ক্লিনিকের নার্স ¯িœকদা বলেন ,ক্লিনিকে ডাক্তার আছে কিন্তু তিনি ছুটিতে আছেন ।
গোপন তথ্যেও ভিত্তিতে জানা যায় এই কিøনিকে কয়েকজনের নার্সের সার্টিফিকেট পর্যন্ত নেই অথচ কাজ করছে নার্স হিসেবে ।
ক্লিনিকের ভিতরে ঢুকতেই দেখা যায় আরেক চিত্র। সেখানে সাথী (৩০ ) নামের একজন মহিলা ভর্তি ছিল । সাথী বলে তার শিশু জম্ম গ্রহন করেছে ৩ ্এপ্রিল এখন এই ক্লিনিকের ভুল চিকিৎসায় তার শিশু আজ মৃত্যুর সাথে লড়ছে । সাথী অসুস্থ্য থাকায় সে কোথাও যেতে পারছে না ।শিশুটিকে মাওতাইল হাসপাতালে পাঠানো হয়েছিল । কিন্তু সেখানে কোনো সীট খালি না থাকায় সাথাীর স্বামী কোথায় যেনো নিয়ে গেছে। ফোনের মাধ্যমে সাথীর স্বামীর সাথে সংবাদ চর্চা জানতে পারে শিশুটিকে নিয়ে সে সাইনবোর্ড প্রো অ্যাকটিভ ক্লিনিকে রয়েছে। আ্যাকটিভ ক্লিনিকে একটি ইনজেকশন দিতে বলছে ডাক্তারা। যার মূল্য ৭০ হাজার টাকা ।