আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না’গঞ্জে সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাবে ‘চলো হাসি’

সুবিধা বঞ্চিত মানুষ

সুবিধা বঞ্চিত মানুষ

 

নিজস্ব প্রতিবেদক:

‘হাসি ছড়িয়ে পড়ুক বিশ্বময়, হাসিতে করবো বিশ্বজয়’ এই শ্লোগানকে ধারণ করে সুবিধা বঞ্চিত মানুষদের জন্য কাজ করার প্রত্যয়ে প্রতিষ্ঠিত হয়েছে তারুণ্যের সংগঠন চলো হাসি। একটি অলাভজনক সেবামূলক সংগঠন হিসেবে ইতোমধ্যেই পথচলা শুরু করেছে চলো হাসি । সংগঠনটি মূলতঃ সুবিধা বঞ্চিত পথশিশু, শিশুশ্রমিক এবং প্রতিবন্ধীদের নিয়েই কাজ করবে । পাশাপাশি জীবনের যাঁতাকলে পিষ্ঠ যে সকল মানুষ বিভিন্ন দুঃখ-কষ্টে হাসতে প্রায় ভুলেই গিয়েছে, তাদের জন্যও বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্ট আয়োজন করবে চলো হাসি ।

সংগঠনটির প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মেহেদী সম্রাট জানান, ‘হাসি আমাদের প্রত্যেকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা সংগঠনের এইরুপ নাম রেখেছি। হাসি হতে পারে জীবনের জন্য, হাসি হতে পারে বিজয়ের, হাসি হতে পারে প্রাপ্তির, হাসি হতে পারে ভালোবাসার, হাসি হতে পারে দুষ্টুমির, হাসি হতে পারে আনন্দের, হাসি হতে পারে অর্জনের। সকল হাসিই হাসবো আমরা। হাসবে হাসতে ভুলে যাওয়া মানুষেরাও। এই সংগঠনটি কাজ করবে হাসিহীন মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে।

পিছিয়ে পড়া জনগোষ্ঠী, সুবিধা বঞ্চিত শিশু-কিশোর-নারী, প্রতিবন্ধী, নিরক্ষর এবং দুঃখী মানুষের মুখে ক্ষণিকের জন্য হলেও হাসি ফোটাতে কাজ করবে এই সংগঠনের সকল মেম্বার। কখনো নিজ নিজ অবস্থান থেকে, কখনোবা সম্মিলিত ভাবে হাসতে ভুলে যাওয়া মানুষের মুখে হাসি ফোটাবো আমরা। ঈদ, শীত সহ বিশেষ দিনগুলোতে হাসিহীন জীবনের যাঁতাকলে পিষ্ট হতে থাকা মানুষ গুলোকে নিয়ে একসাথে হাসবো। হাসি ছড়িয়ে পড়ুক সবার ঠোঁটে। হাসি ছড়িয়ে পড়ুক সবখানে। হাসি ছড়িয়ে পড়ুক বিশ্বময়। হাসিতে করবো বিশ্ব জয়।’

মেহেদী সম্রাট আরো জানান, তাদের তেমন কোন ফান্ড নেই, কোন স্পন্সরও নেই । শুধুমাত্র সামাজিক দায়বদ্ধতা, মানুষের জন্য কাজ করার তীব্র আকাঙ্খা, পরিশ্রম, পকেট খরচের টাকা এবং তারূণ্যের উদ্যমতাকে পুঁজি করেই পথ চলতে শুরু করেছে চলো হাসি সংগঠনটি । তবে ইতোমধ্যেই অনেকে চলো হাসি’র পাশে থাকার আগ্রহও প্রকাশ করেছেন । যারা চলো হাসি’কে স্পন্সর করতে চান অথবা কোন ভাবে পাশে তাকতে চান তাদের নিয়ে শীঘ্রই একটি ইভেন্টের আয়োজন করা হবে বলে জানান সংগঠনটির প্রধান নির্বাহী মেহেদী সম্রাট ।

যারা চলো হাসি সংগঠনের হয়ে সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চান, তারা চাইলেই এই সংগঠনটির সদস্য হতে পারেন । সদস্য হওয়ার জন্য সংগঠনটির ফেসবুক পেইজ কিংবা ফেসবুক গ্রুপ (https://www.facebook.com/groups/1640616249368559/) এ জয়েন করতে পারেন । অথবা যোগাযোগ করতে পারেন সংগঠনের প্রধান নির্বাহীর সাথে:- মেহেদী সম্রাট(০১৮৩৭-৯৭৪৭৭২), প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী, চলো হাসি