আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সুদমুক্ত ঋণ দেওয়ার প্রলোভন, রূপগঞ্জে নারীসহ আটক -১৬

সংবাদচর্চা রিপোর্ট :
ঢাকার সমাবেশে যোগ  যাওয়ার পথে অনিক পরিবহনে অভিযান চালিয়ে পনের নারীসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ। সুদমুক্ত ঋণ দেওয়ার প্রলোভনে  হবিগঞ্জ থেকে অনিক পরিবহনের বাসে ঢাকার সমাবেশে যাওয়ার পথে  তাদের আটক করা হয় ।  গতকাল ২৫ নভোম্বর সোমবার শীতলক্ষ্যা নদীর সুলতানা কামাল সেতুর পূর্বপাড় থেকে তাদের আটক করা হয়।কামরুল  ও শিউলি  নামের দুইজন যুবক যুবতী তাদের নেতৃত্ব দেন। আটককৃত অন্যরা হলেন  নাজমা, রাহিমা, পাপিয়া, সালমা, হাজেরা, খাইরুন, রুবিয়া, লাইলী বেগম,  লাভলী, সাথী আক্তার, মিনা বেগম,রুবিনা আছমা, মরিয়ম ও খুকি আক্তার । তাদের বয়স ২০ বছর থেকে ৩৫ বছর।
পুলিশ জানায়, অহিংস আন্দোলন বাংলাদেশ” নামে সংগঠনটি ২৫ নভেম্বর সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি সমাবেশ করার কথা জানিয়েছিল। তবে এই ধরণের কোনো সমাবেশের অনুমতি দেয়নি প্রশাসন।সেকারণে
সকাল থেকেই রুপগঞ্জ থানা পুলিশ সুলতানা কামাল সেতুর মুখে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালায়।একপর্যায়ে  হবিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী অনিক পরিবহনে তল্লাশি চালিয়ে তাদের আটক করে।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন,  আটককৃতদের খোঁজ নেওয়া হচ্ছে।  সুষ্ঠু তদন্ত করে প্রোয়জনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।