বন্দর প্রতিনিধি:
বন্দরের মোল্লাবাড়ি এলাকায় দুস্ত মহিলাদের সাবলম্বী করার জন্য মজিদ আয়েশা ফাউন্ডেশন থেকে সুদমুক্ত ঋণ দেয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে চিকিৎসা বিজ্ঞানী আলহাজ্ব ডা. আব্দুল মজিদ মোল্লার নিজ অর্থায়নে ৫৩ জন মহিলাকে ২১ লাখ টাকা ঋণ দেয়া হয়। আনুষ্ঠানিক ভাবে ঋণ প্রদান করেন, মজিদ-আয়েশা দাখিল মাদ্রাসার সভাপতি ও ফাউন্ডেশনের সেক্রেটারী মোঃ আলী হোসেন মোল্লা। এ সময় মাদ্রসার শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গ্রনমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সুদমুক্ত ঋণ পেয়ে মহিলা আনন্দিত। এ ব্যপারে আলী হোসেন মোল্লা বলেন, চিকিৎসা বিজ্ঞানী ড. আব্দুল মজিদ মোল্লা এলাকার গরীব মানুষদের এনজিওর চড়া সুদের হাত থেকে রক্ষার জন্য এবং সুদ দেয়া-নেয়ার পার থেকে মুক্ত রাখার জন্য এ পদক্ষেপ নিয়েছেন। তিনি কয়েক বছর যাবত এধরণের ঋণ দিয়ে আসছেন। গরীব মানুষ সুদমুক্ত ঋণ পেলে তারা গবাদি পশু পালনসহ কৃষি কাজে এ টাকা ব্যবহার করে সাবলম্বী হতে পারবে।