সুজানগরে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নবকুমার:
পাবনা সুজানগরে বৃহস্পতিবার নানা আয়োজনে বাংলাদেশের প্রাচীন ছাত্র সংগঠন ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সুজানগর উপজেলা ছাত্রলীগের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকসুর সাবেক জিএস খোন্দকার জাহাঙ্গীর কবির রানা,
এ সময় রানা বলেন,আজকের এইদিনে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে জয় লাভ করতে হলে ছাত্রলীগকে মাঠে থেকে কাজ করতে হবে যাতে বিএনপি জামায়াতের লোকজন ভোটারদের ভুলবুঝাতে না পারে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষার আহমেদে, পৌর ছাত্রলীগের সভাপতি এসএম সোহাগ হোসেন ও সাধারণ সম্পাদক শাহীন আলম সুমন প্রমুখ। শেষে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান সমাপ্ত হয়।
এ উপলক্ষে সুজানগর উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি,সকাল ১০টায় ছাত্রলীগের শত শত নেতা-কর্মীর পাশাপাশি বর্ণিল সাজে সজ্জিত গরুর গাড়ী, মহিষের গাড়ী এবং ঘোড়ার গাড়ীর অংশ গ্রহণে সুজানগর এনএ ডিগ্রি কলেজ চত্বর থেকে বের হওয়া র্যালিটি সুজানগর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় গিয়ে শেষ হয়।