আজ রবিবার, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সুগন্ধা বেকারিকে ২ লাখ টাকা অর্থদন্ড

সংবাদচর্চা অনলাইনঃ

নারায়ণগঞ্জ শহরের সুগন্ধা বেকারির কারখানায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার ১১ই জানুয়ারি দুপুরে শহরের গলাচিপা এলাকায় অবস্থিত ওই কারাখানায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতিস্বর পালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

মনিটরিং অফিসার আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, কারখানটিতে খাদ্য প্রস্তুতে ব্যবহার করা রঙসহ আরও কিছু পণ্যের গায়ে আমদানীকারক প্রতিষ্ঠানের নাম উল্লেখ ছিল না। এ কারণে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩২ এর ধারা অনুযায়ী তাদের ২ লাখ টাকা অর্থদন্ড করা হয়েছে। এছাড়া তাদের যেসব অসঙ্গতি পাওয়া গেছে সেসব ঠিক করার জন্য মুচলেকা নেওয়া হবে। পরবর্তীতে এই ধরনের অসঙ্গতি পাওয়া গেলে আমরা কারখানাটি সিলগালা করার মতো কঠোর পদক্ষেপ নেবো।’

অভিযানে আরও উপস্থিত ছিলেন মনিটরিং অফিসার আমিনুল ইসলাম, খাদ্য বিশ্লেষক ফারহানুল আলম, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ফারজানা আক্তার, সদর উপজেলা খাদ্য পরিদর্শক শাহ্জাহান হালদার।