আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সীমালংঘনে সৃষ্টিকর্তার “গজব” শুরু হয়: তৈমূর

সংবাদ বিজ্ঞপ্তি:

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকার বৃহস্পতিবার এক বিবৃতিতে করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কে বলেছেন, আল-কোরআনের ভাষানুযায়ী যখনই মানুষ সীমালংঘন করে তখনই মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালার প্রদত্ব “গজব” পৃথিবীতে শুরু হয়। আল্লাহপাক কোরআন শরীফে বিভিন্ন আয়াতে সম্পষ্টই বলেছেন যে, সীমালংঘনের জন্য পৃথিবীতে আমি বহুজাতিকে ধ্বংস করে দিয়েছি।

পৃথিবীতে অত্যাচার অনাচার জুলুম নির্যাতন এবং বিভিন্ন বিষয়ে সীমালংঘন এতোই বৃদ্ধি পেয়েছে যে, সাধারণ মানুষ অধিকার বঞ্চিত হয়ে শাসকদের ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে। শাসক গোষ্টি এখন এতোই বেপরোয়া যে, নিজ কৃতকর্মের জন্য সৃষ্টি কর্তার নিকট জবাব দিতে হবে মানুষ বিশেষ করে ক্ষমতাসীনরা এটা স্বীকার করে না। কোরআন শরীফ থেকে জানা যায় যে, আল্লাহপাক মনে প্রাণে যারা তওবা করে আল্লাহপাক তাদের ক্ষমা করে দেন।

তৈমূর আলম খন্দকার বলেন , আসুন আমরা সকলে তওবা করে আমাদের সকল অপকর্মের জন্য, সকল প্রকার সীমালংঘনের জন্য আল্লাহপাকের দরবারে ক্ষমা প্রার্থনা করি এবং ভবিষ্যতে ব্যক্তি স্বার্থে যেন কোন প্রকার সীমালংঘন না করি এ জন্য ওয়াদাবদ্ধ হই।

তিনি আরো বলেন, তওবার দরজা এখনো খোলা আছে, তাই তওবাকারীদের সাথে সংযুক্ত হয়ে করোনা ভাইরাস থেকে মুক্ত লাভ করি। হে পরম করুনাময় আল্লাহ, সীমালংঘনের অপরাধ থেকে আপনি আমাদের হেফাজত করে করোনা ভাইরাসের অভিশাপ থেকে পৃথিবীর জনগোষ্টিকে রক্ষা করুন।

সর্বশেষ সংবাদ