সংবাদচর্চা রিপোর্ট:
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, ভারতীয় টিভি চ্যানেল বন্ধ হয়ে গেছে। অনেকের মনের দুঃখ । তারা সিরিয়াল দেখতো এখন আর সিরিয়াল দেখতে পায় না। সিরিয়াল বন্ধ হওয়াতে তাদের মনে দুঃখ আছে।
তিনি বলেন, সরকার ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করেনি। ক্লিন ফিড মানার নির্দেশ দিয়েছে। নাটকের সাথে আমরা ঐ দেশের বিজ্ঞাপন দেখতে চাই না।
বৃহস্পতিবার ( ৭ অক্টোবর) সকালে তারাব পৌরসভায় জাতীয় স্যানিটেশন মাস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এসব কথা বলেন।
বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে স্যানিটেশন ব্যবস্থা উন্নতি হয়েছে। ভারতের চেয়ে স্যানিটেশন ব্যবস্থায় আমরা এগিয়ে আছি।
মন্ত্রী আরও বলেন, দেশকে বাঁচাতে হলে ,রোগবালাই থেকে মুক্তি পেতে হলে অবশ্যই স্যানিটেশন ব্যবস্থা মানতে হবে। যারা স্যানিটেশন ব্যবস্থা মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগ সভাপতি ও তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জিওবি-ইউনিসেফ ওয়াশ প্রকল্পের প্রকল্প পরিচালক ইহতেশামুল রাসেল খান, ইউনিসেফ বাংলাদেশ এর স্পেশালিষ্ট শফিকুল আলম, তারাব পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, তারাব পৌরসভার কাউন্সিলর আমির হোসেন ভুঁইয়া, আক্তার হোসেন মোল্লা, মাহবুবুর রহমান জাকারিয়া, বিএম আতিকুর রহমান, আনোয়ার হোসেন, জসিম উদ্দিন, রফিকুল ইসলাম মনির, মাহফুজা আক্তার, লায়লা পারভীন ,জোসনা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, তারাব পৌর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবেল, উপজেলা মহিলা লীগের সাধারন সম্পাদক শিলা রানী পাল ।