প্রেস বিজ্ঞপ্তি:
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ৭ হাজার পিছ ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী কে গ্রফতার করা হয়েছে। শনিবার (১ জুন) সিদ্ধিরগঞ্জের সাইবোর্ডস্থ চৌরঙ্গী পেট্রোল পাম্পের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহা-সড়কের উপর থেকে গোপন তথ্যের ভিত্তিতে আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সোহাগ (২৪),রুবলে (২৩), বিল্লাল (২৩), মজিবর (৪৮)। এসময় আসামীদের কাছ থেকে ৭ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সুত্রে জানা গেছে উদ্ধারকৃত ইয়াবা চোরাকারবারী এবং তারা পরস্পর যোগসাজসে কক্সবাজার হতে পাইকারী হিসেবে ইয়াবা ট্যাবলেট আনিয়া ঢাকা ও নারায়ণগঞ্জে বিক্রি করে থাকে।
পুলিশ জানান, উক্ত ইয়াবা চোরাকারবারীর সাথে আরো যারা সংশিষ্ট আছে তাহাদের বিষয়ে অভিযান অব্যাহত আছে। এ সংক্রান্তে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং ১০ (দশ) দিনের রিমান্ড চেয়ে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।