সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে ১ হাজার ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য সামছুজ্জোহাকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে জালকুড়ি বাস ষ্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য সামছুজ্জোহা কক্সবাজার জেলা সদরের গোলদিঘিরপাড় এলাকার মৃত আজগর আলীর ছেলে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে উপ-পরিদর্শক (এসআই) রাসেল জানান, গ্রেফতারকৃত সামছুজ্জোহা একজন মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। সে কক্সবাজার জেলার উখিয়ার মাদক সিন্ডিকেটের ডিলার মনোয়ার হোসেনের সহকারী। তার কাছ থেকে মাদকের ছোট ছোট চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।