আজ রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর গার্মেন্টস কর্মী “আমান আলী” হত্যা মামলার প্রধান আসামী আশরাফুল (১৯) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ (সিপিসি-১) ।

বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি কুমিল্লার হোমনা থানার মৃত স্বপন মিয়ার ছেলে।

র‌্যাব জানান, গত ২৮ জানুয়ারি বন্ধুদের ছুরিকাঘাতে গার্মেন্টস কর্মী আমান আলী (১৮) হত্যাকান্ডের ঘটনা ঘটে। ভিকটিমের মা বাদী হয়ে ২ ফেব্রুয়ারি ফতুল্লা মডেল থানায় একাধিক ব্যক্তিকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।