আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে সাদেকুক আ’লীগের সংবর্ধনা

সিদ্ধিরগঞ্জ প্রতনিধি
সদ্যঘোষিত নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য মোঃ সাদেকুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকালে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল হাজী রজ্জব আলী সুপার মার্কেট এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
মোঃ সাদেকুর রহমানকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নাসিক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে কৃতজ্ঞতা জানিয়ে এ সংবর্ধনার আয়োজন করে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ড জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুল বারেক’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ রিয়াজউদ্দিন রেনু ও মতিউর রহমান বেপারী, হোসেন আহম্মদ সরদার, কাজী শাহজাহান, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মোঃ জসিমউদ্দিন চৌধুরী, সহ-সভাপতি হুমায়ুন কবীর পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, মহিলা বিষয়ক সম্পাদক আসমা বেগম প্রমুখ।