আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে কাউন্সিলর মতির উদ্যোগে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া এবং কেক কাটা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নাসিক ৬নং ওয়ার্ডের আদমজী সুমিলপাড়া আইলপাড়া রেল লাইন এলাকায় যুবলীগ কার্যালয়ে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের উদ্যোগে এ কর্মসূচি পালনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীটি উদযাপন করেছে নেতাকর্মীরা। সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি, নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ মতিউর রহমান মতির সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হোসেন আলম মেম্বার, সুমিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারন সম্পাদক জাকির হোসেন, হাজী নেকবর মাষ্টার, যুবলীগ নেতা হাজী আবুল কালাম আবু, হাজী মানিক মাষ্টার, প্রমূখ। পরে ১৫ আগষ্টে শহীদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়। এসময় কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতি উপস্থিত যুবলীগ নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন। তিনি বলেন, ১৯৭২ সালের ১১ নভেম্বর বঙ্গন্ধুর নির্দেশে যুব আন্দোলনের পথিকৃৎ শহীদ শেখ ফজলুল হক মনি এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তৎকালীন সময়ে সদ্যস্বাধীন হওয়া বাংলাদেশের প্রগতিশীল যুব সমাজকে ঐক্যবদ্ধ করে দেশ গড়ার কাজে সম্পৃক্ত করার লক্ষ্যে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে প্রতিষ্ঠা লাভ করে আওয়ামী যুবলীগ। দেশ বিরোধীদের সকল চক্রান্ত মোকাবেলায় যুবলীগের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে শক্তিশালী সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ। সাতটি থানা মধ্যে সিদ্ধিরগঞ্জ যুবলীগ মিছিল মিটিংয়ে সবচেয়ে লোকজন নিয়ে সমাবেশে উপস্থিত হন। নাসিক ৬ নং ওয়ার্ড এলাকায় কিছু লোক ফ্যাক আইডি খুলে যুবলীগের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। এসময় আরো উপস্থিত ছিলেন, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সহ-সভাপতি জজ মিয়া, যুবলীগ নেতা মাহবুবুর রহমান, শামীম হোসেন, রাব্বী ইসলাম, গালিব এ সেলিম, খোরশেদ আলম, যুবায়ের আহমেদ, মুনছুর, মাহাবুবুর রহমান, কাদির, আলম, তাতীলীগের সভাপতি লিটন, জসিম, জামান, ভাগিনা মামুন প্রমূখ।