সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে রানা রি রোলিং মিলস বন্ধ, মালিককে হত্যার হুমকি ও মামলাবহী গাড়ি আটক করেছে সন্ত্রাসী। এসময় সন্ত্রাসীরা মামলাবহী গাড়ি চাবি ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করেছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় গোদনাইল এনায়েত নগর এলাকা ঘটনাটি ঘটে। এ ঘটনায় রোলিং মিলসের মালিক নুর আলী বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ্য করে ও ৭/৮ জনকে অজ্ঞাত আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ করেছেন। পুলিশ ২ চাঁদাবাজদের আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
জানাগেছে,নারায়ণগঞ্জে মহানগর স্বেচ্ছাসেবকলীগের নাম ভাঙ্গীয়ে সন্ত্রাসী লাকিম, রনি, সাইফুল, তুহিন ও রাকিবসহ অজ্ঞাত সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে রানা রি রোলিং মিলস বন্ধ করার জন্য মালিক নুর আলীকে হুমকি দেয়।মিলস চালালে তাদের মোটা অংঙ্কের চাঁদা দিতে হবে। অন্যথায় মিলস বন্ধ করে দেওয়া হবে ও নুর আলীকে প্রান নাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন নুর আলী। বুধবার সকাল ১১টার দিকে মিলের মালবাহী গাড়ি লুট করে কারখানার বাহির হলে উক্ত সন্ত্রাসীরা গাড়ি আটক করে মোটা অংঙ্কের চাঁদা দাবি করে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এস আই আবেদ ঘটনাস্থল থেকে লাকিম, সাইফুল ও তুহিনকে আটক করে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুস সাত্তার মিয়া ৩ চাঁদাবাজ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ কোন দলের বা গোষ্ঠির লোক হতে পারেনা। তার পরিচয় সন্ত্রাস। সিদ্ধিরগঞ্জ এলাকায় কোন সন্ত্রাসীর চাঁদাবাজি করতে পারবেনা কেউ। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি গ্রহন করা হচ্ছে।