আজ শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজি মামলায় হাতুরী লিটন গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
চাঁদাবাজি মামলায় সিদ্ধিরগঞ্জের জুলহাস উদ্দিন লিটন ওরফে হাতুরী লিটনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুলহাস উদ্দিন লিটন ওরফে হাতুরী লিটনের বিরুদ্ধে এক ডজন মামলা রয়েছে বলে জানিয়েছেনসিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মীর শাহীন শাহ পারভেজ। শুক্রবার দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মীর শাহীন শাহ পারভেজ জানায়, জুলহাস উদ্দিন লিটন ওরফে হাতুরী লিটন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গনপরিবহন ও ফুটপাতের চাঁদাবাজী নিয়ন্ত্রকদের অন্যতম একজন। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ নানা অভিযোগে এক ডজন মামলা রয়েছে। সে র‌্যাবের ক্রস ফায়ারে নিহত দ্বীনা ডাকাতের ভাই। সে সিদ্ধিরগঞ্জের নায়াআটি মুক্তিনগর এলাকার রুস্তম আলীর ছেলে।