আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে শিলা বেগম নামে এক সন্তানের জননীর সহত্য জনক মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১২ টায় নাসিক ৬নং ওয়ার্ড আদমজী সোনামিয়া বাজার মুর কারখানা এলাকার স্বামীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় স্বামী নুর হোসেনকে আটক করেছে পুলিশ। তবে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা তা তদন্ত করছে পুলিশ। এদিকে শিলার মৃত্যু নিয়ে রহস্যর সৃষ্টি হয়েছে। টাকার বিনিময়ে দামাচাপা দেওয়ার চেষ্টা পুলিশের।
এদিকে এলাকাবাসী জানায়, শিলার মৃত্যুটা রহস্য জনক। তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। লাশের গরায় আঘাতের চিহ্ন হয়েছে। পুলিশ ও এলাকার কিছু মাদবরা স্বামী নুর হোসেনর কাছ থেকে মোটা অংকের টাকা খাচ্ছে বিষয়টি দামা চাপা দেওয়ার জন্য।
সিদ্ধিরগঞ্জ থানার এস আই রাকিবুল ইসলাম রাকিব জানান,শিলার আত্মহত্যা করেছে নাকি হত্যা করা হয়েছে ময়নাতদন্তের পর বলা যাবে। তবে জিজ্ঞাসাবাদের জন্য স্বামী নুর হোসেনকে আটক করা হয়েছে। লাশের গায়ে আঘাতের চিহ্ন থাকায় লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।