আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টকর্মীকে ধর্ষণের ঘটনায় আটক ১

নিজস্ব প্রতিবেদক:

বিয়ের প্রলোভন দেখিয়ে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজিস্থ এমএস টাওয়ারের গার্মেন্টকর্মীকে (১৮) ধর্ষণের ঘটনায় লম্পট ধর্ষক রনিকে (২৮) গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। ৬ মে সোমবার রাতে বন্দর থানার ২৪ নং ওয়ার্ডস্থ দেউলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে ধর্ষিতা বাদী হয়ে বন্দর থানায় নারী ও মিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজিস্থ গার্মেন্টকর্মীর (১৮) সাথে বন্দর থানার দেউলী এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে রনির (২৭) প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ওই সুযোগে লম্পট প্রেমিক রনি গত ৫ মে রাতে প্রেমিকাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে বন্দরে এনে ধর্ষণ করে।

এ ব্যাপারে ধর্ষিতা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করলে পুলিশ মামলার করার ওই রাতে লম্পট প্রেমিক রনিকে তার বাড়ী থেকে গ্রেপ্তার করে। পুলিশ ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। পুলিশ গ্রেপ্তারকৃত ধর্ষককে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করেছে।