সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
সিদ্ধিরগঞ্জে ৩৩ পিছ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ নজরুল ইসলাম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর সাড়ে ৫টায় নাসিক ৩নং ওয়ার্ডস্থ রসুলবাগ এলাকায় দেহ তল্লাশী ইয়াবা জব্দ সহ তাকে গ্রেফতার করে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ জয়নাল আবেদীন জানান, মাদক দ্রব্য কেনাবেঁচা করা হচ্ছে এমন প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাঁর দেহ তল্লাশী করে ৩৩ পিছ ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।