সিদ্ধিরগঞ্জে নাসিক ১নং ওয়ার্ডে পাইনাদী এলাকাস্থ আলোর ভুবন কোচিংয়ের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কোচিং সেন্টারটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার রাতে পাইনাদীস্থ ম্যানচেস্টার ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের সাংবাদিক হোসেন চিশতী সিপলু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানচেস্টার ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন ও সাহায্যের হাত সংগঠনের উপদেষ্টা আব্দুল হান্নান শাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন আলোর ভুবন কোচিং সেন্টারের শিক্ষক সিনবাদ হোসেন, রাজিব হোসেন, মেহেদী হাসান সৈকত, রিয়াজুল হাসান, মোহাম্মদ সিফাত, নাসির, মানসুর ।