আজ রবিবার, ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে অবৈধ মেলা

সংবাদচর্চা রির্পোট
সিদ্ধিরগঞ্জের ৮ নং ওয়ার্ডের এনায়েত নগর এলাকায় অবৈধ ভাবে মেলা বসানো হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় সরেজমিনে দেখা গেছে সড়কের পাশের একটি খালি জায়গায় প্রায় ১২ টি দোকান ঘর করে মেলা বসানো হয়েছে। তবে পুলিশের দাবি, এই মেলার কোন অনুমোদন নেই।

মেলার মিষ্টি দোকানী বলেন, দুই দিন ধরে মেলা শুরু হয়েছে। এই মেলা চলবে মহরম (আশুরা) পর্যন্ত। খেলনা দোকানি জানান, প্রতিদিন দোকান ভাড়া ও বাতি বাবদ ৩০০ টাকা করে দিচ্ছি মেলার আয়োজকদের। এলাকাবাসির অভিযোগ, অবৈধ ভাবে এলাকার ভেতরে মেলা বসানো হয়েছে। মেলায় আগতদের কোন নিরাপত্তা নেই। মেলা বিষয়ে প্রশাসনের ব্যবস্থা নেয়া দরকার বলে তারা দাবি করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি তদন্ত জানান, পুলিশের কাছে এই মেলার কোন অনুমোদন নেই। মেলার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।