আজ শনিবার, ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, আটক-২

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতন মহল্লা এলাকার একটি বহুতল বাড়ির ছাদ থেকে অজ্ঞাত (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে হাবিবুল্লাহ হবুলের মালিকানাধীন কলসী বিল্ডিং হিসেবে পরিচিত ৫ তলা ভবনের ছাদ থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির দায়িত্বে থাকা ইব্রাহিম ও শাহজাহান নামে দুই জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় লোকজন ও পুলিশ প্রাথমিক ধারনা করছেন, শুক্রবার গভীর রাতে কেউ তাকে হত্যা করে লাশ ছাদে ফেলে রেখে গেছে। সকালে লাশটি ছাদের উপর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় বাড়ির ভাড়াটিয়ারা। স্থানীয়রা জানায় নিহত যুবককে আগে কখনো এলাকায় দেখেনি তারা কেহ।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক কাজল মজুমদার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয় । তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
বাড়ির ছাদে লাশ কি করে গেলে জানতে চাইলে বাড়ির মালিক হাবিবুল্লাহ হবুল নিরাপত্তা কর্মীদের গাফিলতিকে দায়ী করেন।