সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি এলাকায় সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত নারী (৫৫) নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ-সাইনবোর্ড-ঢাকা লিংক রোডের জালকুঁড়ি বাসষ্ট্যান্ড এলাকা থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার (এসআই) মোঃ রেজাউল করিম জানান, শনিবার রাতে ওই নারী সড়ক পার হওয়ার সময় তাকে একটি অজ্ঞাতনামা যানবাহন চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠায়েছে। নিহত নারীর পড়নে ছিল ছাপা জামা, নীল পায়জামা ও কালো ওড়না পরা অবস্থায় ছিল।