আজ বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জ থেকে চুরি হওয়া শিশু উদ্ধার

শিশু উদ্ধার

শিশু উদ্ধার

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
মহানগরের সিদ্ধিরগঞ্জ থেকে ছয় মাস বয়সি এক শিশু চুরির পর নোয়াখালি থেকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম শান্তা। এ ঘটনায় পুলিশ এক দম্পতিকে আটক করেছে। আটকৃতরা হলো মোসা: জাহানারা বেগম (৪৫) এবং তার স্বামী দেলোয়ার হোসেন কাঞ্চন (৪০)। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা পক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে শিশু শান্তার মা রহিমা জানান, তারা দক্ষিণ সানাড়পাড় এলাকার ছালামের বাড়ির ভাড়াটিয়া। তাদের পাশের ঘরে জাহানারা নামে এক মহিলাও ভাড়া থাকতো। গত ৩ মে বৃহস্পতিবার শিশু শান্তাকে জাহানার কাছে দিয়ে গোসল করতে যায় রহিমা। আধাঘন্টা পরে রহিমা এসে জাহানারা এবং তার শিশু কন্যাকে ঘরে না দেখতে পেয়ে বাইরে খোজাখুজি করে। খোজখুজি করে না পেয়ে রহিমা তার স্বামী মিজানকে খবর দেয়। মিজান বাড়িতে এসে বাচ্চাকে না দেখে স্ত্রীর সাথে রাগারাগি করে। পরে তারা বিভিন্ন স্থানে খোজখুজির করে না পেয়ে ৯মে বুধার রাত ৮টায় থানায় অভিযোগ দেয়।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক রাসেল আহম্মেদের নেতৃত্বে একটি টিম শিশুটিকে উদ্ধারে মাঠে নামে। প্রযুক্তির সহযোগীতায় নোয়াখালীর চাটখিলে আসামীদের অবস্থান নিশ্চিত হয় পুলিশ।
এরপরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় চাটখিল বাজার এলাকায় দিদারুলের ছয় তলা বিল্ডিংয়ের একটি ফ্লাট থেকে শিশু শান্তাকে উদ্ধার করা হয়।
এসময় শিশু শান্তাকে চুরির অভিযোগে পুলিশ জাহানারা ও দেলোয়ার হোসেন কঞ্চন দম্পতিকে আটক করে। এ বিষয়ে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় সিদ্ধিরগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শরফুদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সাত্তার, পরিদর্শক তদন্ত নজরুলইসলাম, পরিদর্শক অপরাশেন আব্দুল আজিজ এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক রাসেল আহমেদ।