পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মৃত ডলফিন সহ আটক এক
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গভীর বনে মৃত ডলফিন সহ এক জেলেকে আটক করেছে বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ষ্টেশন কর্মকর্তাবৃন্দ। আটক জেলের নাম আবু তালেব(৪৬)। সে উপজেলার চাঁদনীমুখা গ্রামের মৃত নুর আলীর ছেলে।
বনবিভাগ কদমতলা ষ্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন জানান বৃহস্পতিবার দুপুরে নিয়মিত টহলের অংশ হিসেবে টহল দেওয়াকালীন পশ্চিম সুন্দরবনের বেহুলার খালে জেলে আবু তালেবের নেীকায় মৃত ডলফিনটি পায়। এ সময় তাকে ডলফিন ও তার ব্যবহ্নত নেীকা সহ আটক করে।
জানা যায় মৃত ডলফিনটির ওজন ৩ কেজি। বনবিভাগ সুত্রে আরও জানা যায় আটক আবু তালেবের বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্ততি চলছে।