আজ রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাখাওয়াতকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত।

১৯ ডিসেম্বর বুধবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে তাকে হাজির করে সাত দিনের রিমাণ্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে আদালত জেল গেটে ২০ ও ২১ ডিসেম্বর জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

এর আগে বুধবার দিবাগত রাতে শহরের খানপুর এলাকার বাসা থেকে সাখাওয়াত হোসেন খানকে আটক করে পুলিশ। পরে ২০১৮ সালের মে মাসের একটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে বুধবার সকালে বিজয় দিবসে বিএনপি ও অঙ্গ সংগঠনের র‌্যালিতে বাধা দেওয়া নিয়ে পুলিশকে লাঞ্ছিত করার মামলায় বিএনপির অন্যান্য নেতাদের সঙ্গে তিনিও হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের জামিন পায়। তবে পুলিশ বলছে, বিগত মে মাসের একটি নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

প্রসঙ্গত ১৬ ডিসেম্বর সোমবার সকালে শহরের বঙ্গবন্ধু সড়কে বিজয় মিছিল বের করার সময়ে পুলিশ বাধা দেয়। ওই ঘটনায় সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন ও উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলামকে শারীরিক লাঞ্ছিত ও মারধর করে বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় ওইদিন বিভিন্ন মিছিল থেকে ৪জনকে আটক করে পুলিশ। পরে বিএনপি ও এর সহযোগি সংগঠনের ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২ থেকে ৩ শ জনকে আসামী করে মামলা হয়। সোমবার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) ছাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ওইদিন গভীর রাতে অভিযান চালিয়ে জেলা বিএনপির সেক্রেটারী মামুন মাহমুদ, মহানগর বিএনপির সেক্রেটারী এটিএম কামাল ও ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হোসেন কাজলকে গ্রেপ্তার করে পুলিশ। এ মামলায় বর্তমানে সাতজন কারাগারে রয়েছেন।