আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাংবাদিকের হস্তক্ষেপে সোনারগাঁয়ে বন্ধ হলো বাল্যবিবাহ

সাংবাদিকের

সাংবাদিকের
সোনারগাঁ প্রতিনিধি;
নারায়ণগঞ্জে ‘সোনারগাঁও প্রেস ইউনিটি’র সাংবাদিক জহিরুল ইসলাম সিরাজ ও গাজী মোবারক এর হস্তক্ষেপে শুক্রবার একটি বাল্যবিবাহ বন্ধ হয়েছে। বিষয়টি জানতে পেরে সুশীল সমাজের সবাই সাংবাদিকদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
দৈনিক আজকালের খবর পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি গাজী মোবারক জানায়, উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের ছনপাড়া গ্রামের মৃত-বাতেন মিয়ার কন্যা অষ্টম শ্রেনী পড়ুয়া ইয়াছমিন এর সাথে লিটন মিয়ার এইচএসসি পড়ুয়া ছাত্র আনিসুর রহমান শুভর (১৯) বিবাহ অনুষ্ঠান আয়োজন করে। শুক্রবার বাদ জুমা সাপ্তাহিক বাংলার সাথী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জহিরুল ইসলাম সিরাজ এর মোবাইলে একটি অজ্ঞাত নাম্বার থেকে বাল্যবিবাহের ঘটনাটি নিশ্চিত করেন। সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে বরযাত্রীদের খাওয়ার টেবিলে পাওয়া যায়। এ সময় বর ও কনের জন্মনিবন্ধন দেখে তাদের অপ্রাপ্ত বয়স নিশ্চিত হন। বর ও কনের অভিভাবকদের বাল্য বিবাহের বিষয়টি অবগত করলে তারা ম্যানেজ করার চেষ্ঠা করে ব্যর্থ হয়ে বিয়ে বন্ধ করতে বাধ্য হয়। পরে অপ্রাপ্ত বয়স্ক বর শুভ রাস্তায় সাংবাদিক সিরাজকে এই বলে হুমকি দেয় যে,‘আপনারও একটি ছেলে ও মেয়ে স্কুলে যায়,মনে রাখবেন।’ উল্লেখ্য শুভ এসিল্যান্ড অফিসের পাশে একটি কনফেকশনারী ব্যবসা চালায়।’
বিষয়টি সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোরশেদ আলমকে জানালে তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকতা বিষয়টি জানতে পারেন। সামাজিক অবক্ষয় থেকে দেশকে রক্ষা করতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং সাংবাদিক সমাজকে আন্তরিক অভিনন্দন জানান।