নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো: রাব্বি মিয়া বলেছেন, সাংবাদিকদের সাহসী হতে হয়, সাহসী সাংবাদিকদেরকেই মানুষ মনে রাখে। সাংবাদিকরা কলমের শক্তি দিয়ে সমাজ পরিবর্তন করতে পারে। যারা গতানুগতিক গা-ভাসানো সাংবাদিকতা করবেন অথবা ভুল তথ্য দিবেন তাদের মানুষ মনে রাখবে না। গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউট আয়োজিত ‘নারী সাংবাদিক ও সাম্ভাব্য নারী সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ’ শীর্ষক তিনদিনব্যাপী প্রশিক্ষনের দ্বিতীয় দিনে শুভেচ্ছা বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান মাসুম, পিআইবি’র সিনিয়র ট্রেইনার রাফিজা রহমান, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আরো বলেন, কেউ দূর্নীতি অনিয়ম করলে সাংবাদিকরা লিখবে। এমনকি আমারও যদি আপনারা কোনো ত্রুটি দেখবেন তাও লিখবেন। কিন্তু তা লিখতে গিয়ে যদি গালগল্প লিখেন তাহলে কেউ বিশ্বাস করবে না। সাংবাদিকের গ্রহণযোগ্যতা নষ্ট হবে। আর তা না করে কেউ যদি কারো কাজের ত্রুটি তুলে ধরে তাহলেই যথাযথ সমালোচনা হবে। এতে সাংবাদিকের গ্রহণযোগ্যতা বাড়বে। সমাজও উপকৃত হবে।
প্রশিক্ষনে অংশগ্রহনকারি নাজমুন নাহার নাসরিনের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসকের কাজ অনেক ব্যাপক অনেক জটিল। কোনটা যে জেলা প্রশাসকের কাজ না এটা বলা মুশকিল। আরেক অংশগ্রহনকারি সুলাতানা আক্তারের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক জানান, নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রক্রিয়া চলছে। খানপুরে তিনশ’ শয্যা হাসপাতালে জায়গার অভাবে এখানে মেডিক্যাল কলেজ করার পরিকল্পনা বাতিল হয়েছে। তবে আমরা আরেকটি বড় জায়গা দেখছি মেডিক্যাল কলেজ করার জন্য।
প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, শরীরের প্রধান অঙ্গ যেমন হার্ট তেমনি জেলার প্রধান অঙ্গ জেলা প্রশাসক।