আজ রবিবার, ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সাংবাদিককে কুপিয়ে আহত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড এলাকায় একটি ভোট কেন্দ্রের সামনে দায়িত্ব পালনকালে দুর্বৃত্তের রামদার কোপে মোস্তাফিজুর রহমান সুমন নামে এক সাংবাদিক আহত হয়েছেন।

শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, আমরা অনেক সাংবাদিক এক জায়গায় দাঁড়িয়ে ছিলাম। সাংবাদিক সুমন খানিকটা দূরে মোবাইলে কথা বলছিলেন। এমন সময় বেশ কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত পাশ দিয়ে যাচ্ছিলেন। তারা সন্দেহ করেন সাংবাদিক সুমন তাদের ভিডিও করেছেন। এই ভেবে সুমনকে প্রথমে মারধর এবং পরে তার মাথায় রামদা দিয়ে কোপ দেয় দুর্বৃত্তরা।

আহত সুমনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

এবিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, বিষয়টি আমরা এখনো জানিনা। খোঁজ খবর নিচ্ছি।