নিজস্ব প্রতিবেদক:
বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণ এবং এসডিজি অর্জন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে জেলা তথ্য অফিসের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, ‘আমরা উন্নয়নের পক্ষে আছি, ভালো কাজের সঙ্গে আছি। বাংলাদেশ এগিয়ে গেছে, এগিয়ে যাবে। একসময় যখন বাংলাদেশকে সারাবিশ্ব তেমন চিনতো না, নাম পর্যন্ত জানতো না, কালের বিবর্তনে ক্রিকেট, ফুটবলের সুবাদে সারা বাংলাদেশকে আজ সবাই চেনে। খেলোয়াররা আমাদের দেশকে পরিচিত করার জন্য অনেক বেশি ভূমিকা রেখেছে। কৃষি সমাজ ব্যবস্থা থেকে আমরা দিনদিন বেড়িয়ে আসতেছি। উন্নতির পথে রয়েছি। সরকারের গৃহিত বিভিন্ন কর্মকান্ডে দেশ কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। তবে দুর্নীতিগ্রস্থ কিছু লোকের কারণে সরকারের প্রচেষ্টাকে বাধাগ্রস্থ করছে। দুর্নীতিকে কমাতে হবে নাহলে উন্নয়ন কাজ ব্যহত হবে।’
তিনি জেলা তথ্য কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচারের পাশাপাশি নারায়ণগঞ্জকে সারা বাংলাদেশের কাছে ইতিবাচকভাবে তুলে ধরতে হবে।’
সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুদ্দিন সবুজ বলেন, ‘পাশবর্তী দেশ ভারতের তুলনায় বাংলাদেশে সামাজিক পর্যায়ে নারীর ক্ষমতায়ন অনেক বেশি। ঘরে ঘরে বিদ্যুৎ পোঁছেছে, ডিজিটাল বাংলাদেশ স্লোগানে ডিজিটালাইজেশনের সাথে যোগসূত্র তৈরি হয়েছে। তবে সরকারের উর্ধ্বতন পর্যায়ে অনেক ভালো উদ্যেগ নিলেও তা শেষ অবধি জনগণ পর্যন্ত এসব সুযোগ-সুবিধা পৌঁছায়না। অনেক অনিয়ম-দুর্নীতি রয়েছে। সরকার উপরে যা করছে তা নিচে এসে বাস্তবায়ন হচ্ছেনা।’
তিনি বলেন, ‘ভালো সবকিছুর জন্য আমরা আছি। দেশকে এগিয়ে নিয়ে যেতে সব ভালো কাজকে আমরা সাধুবাদ জানাই।’
জেলা তথ্য অফিসার মো. সিরাজ উদ-দৌলা খান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা তুলে ধরে সংবাদ সম্মেলনে জানান, ‘সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানোর লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ গঠন করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১০টি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একটি বাড়ি একটি খামার, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রে পরিণত হয়েছে। তাই জাতিসংঘ বলছে বাংলাদেশ আজ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) রোল মডেল।’
সংবাদ সম্মেলনের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।