সংবাদচর্চা রিপোর্ট :
রূপগঞ্জ উপজেলা দুর্গাপূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান। গতকাল বিকালে তারাব পৌরসভার বরাব এলাকায় ম্যাক্স মিলনায়তনে তিনি এই মতবিনিময় সভায় করেন। এসময় কাজী মনির বলেন, আমি সবার জন্য যুদ্ধ করেছি। এই দেশ কারও একার নয়। আমাদের পরিচয় আমরা মানুষ। আমরা সবাই মিলেমিশে শান্তিতে থাকতে চাই। আমরা সন্ত্রাস চাই না।

