বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের নেহাল সরদারের বাগ এলাকার সাহেব আলীর ছেলে নূর হোসেন। সে পেশায় একজন ইটভাটার মাটির সরর্দার। মাটির কাজ করে তার সংসার চালায়। গত ৫ মাস আগে নূর হোসেনের কাছে চাঁদাদাবি করে ১৯ মামলার আসামি সন্ত্রাসী রুবেল হোসেন। রুবেল মদনপুর ইউনিয়নের মৃত্য জাকির হোসেনের ছেলে। চাঁদার টাকা না দেয়ায় নুর হোসেনের বাড়িতে লুটপাট ভাংচুর করে রুবেল হোসেন ও তার লোকজন। রুবেলের অত্যাচারে ৫ মাস যাবত বাড়ী ছাড়া নুর হোসেনের পরিবার।
সন্ত্রাসীদের প্রাণনাশের হুমকির কারণে নুর হোসেন ও তার পরিবারের সদস্যরা তাদের বাড়িতে ফিরতে পারছে না। তারা অসহায় জীবন যাপন করছে।
নূর হোসেন বাড়ি ফিরতে গত ৪ ফেব্রুয়ারি নিরাপত্তা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক , পুলিশ সুপার , ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে । প্রশাসনের নিরাপত্তার অপেক্ষা রয়েছে সে ।
উল্লেখ রুবেল হোসেন বন্দর থানার ১৫ নাম্বার লিষ্টেট আসামি। তার নামে মামলা সমূহঃ- বন্দর থানায় মামলা নং ০৭(১২)২০১১,বন্দর থানায় মামলা নং ২৩ (১২)২০১১, বন্দর থানায় মামলা নং ৩৯(০৪) ২০১২,বন্দর থানায় মামলা নং ৩০(০২)২০১৩,বন্দর থানায় মামলা নং ৩১(৭)২০১৩, বন্দর থানায় মামলা নং ১৬(১২)২০১৫, বন্দর থানায় মামলা ৩১(০৭)২০১৬, বন্দর থানায় মামলা নং ৪০(০৮)২০১৬, বন্দর থানায় মামলা নং ০১(০৯)২০১৭, বন্দর থানায় মামলা নং ৬১(০৭)২০১৮, বন্দর থানায় মামলা নং ৬১/১৯,বন্দর থানায় মামলা নং ১৪(১০)২০১৯, আড়াইহাজার থানা ০২(০২)২০১৬ আড়াইহাজার থানার মামলা নং ২০(০৯)২০১৭ আড়াইহাজার থানায় মামলা নং ২১(০৭)২০০৯, রামু কক্সবাজার থানা মামলা নং ৩১(০৭)২০১৩,রূপগঞ্জ থানায় মামলা নং ৩৯(০৩)২০১৫ মতিঝিল থানার মামলা নং০৯(০২)২০১৮,ধারাঃ- ১৪৭/১৪৮/১৪৯/৩০২/৩৫৩/৫০৬/,,১৯০৮ সালের বিস্ফোরক আইনে।