আবারো বিয়ে করলেন ইমরান খাঁন,সংসার যেন তার গালার কাটা
অান্তর্জাতিক ডেস্ক: অত্যন্ত গোপনে তৃতীয়বারের জন্য বিয়েটি সেরে ফেলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা এবং আলোচিত রাজনীতিবিদ ইমরান খান। পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) প্রধান নাকি আধ্যাত্মিক গুরুকে বিয়ে করেছেন। নতুন বছরের প্রথম দিনটিতে লাহোরে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে নিকাহ সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৫-র ১৬ মে প্রথম বিবাহবন্ধনে আবদ্ধ হন এই খ্যাতনামা পাকিস্তানি ক্রিকেটার। প্রথম স্ত্রীর নাম জেমাইমা খান। ২০০৪-এ বিবাহ বিচ্ছেদের পর এক টিভি তারকার সঙ্গে গাঁটছড়া বাঁধেন। ২০১৫-তে রেহম খানের সঙ্গে বিয়ে হয়। এই বিয়ের মেয়াদ মাত্র ১০ মাস। আধ্যাত্মিক গুরুকে বিয়ে করে (আদৌ বিয়েটা হলে) তৃতীয়বারের জন্য বিবাহিত হলেন ইমরান খান।
পাকিস্তানের দি নিউজ, ভারতের হিন্দুস্তান টাইমসসহ বিভিন্ন মিডিয়ার খবরে প্রকাশ বিয়ের আসর বসেছিল লাহোরের ওয়াই সেক্টরের ডিফেন্স হাউজিংয়ে। কনের আত্মীয়ের বাড়িতে। কাজির ভূমিকায় ছিলেন পিটিআই-র কোর কমিটির সদস্য মুফতি সাইদ।
উল্লেখ্য, রেহম খানের সাথে বিয়ের সময়ও প্রথমে তা অস্বীকার করেছিলেন ইমরান খান।