আজ শনিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শ্রমিকের হাত ধরেই বাংলাদেশ আজ সারা বিশ্বের কাছে উন্নয়নে রোল মডেল- রাব্বী মিয়া

শ্রমিকের হাত ধরে

শ্রমিকের হাত ধরে

 

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেছেন, আলোচনার মাধ্যমে যেকোন সমস্যার সমাধান সম্ভব। তাই আমারা আলোচনা ছাড়া যেন কোন সিদ্ধান্ত গ্রহন না করার অনুরোধ করছি। শ্রমিকের হাত ধরেই বাংলাদেশ আজ সারা বিশ্বের কাছে উন্নয়নে রোল মডেল। সেই শ্রমিকদের সুযোগ-সুবিধা আমাদের সকলকেই চিন্তা করতে হবে। আগামী মাসের ১০ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করলে ভালো হয়। সেই সাথে মালিকপক্ষকে একাধিক বুথের মধ্যে বিকেল ৪ থেকে ৫ টার মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধের অনুরোধ রইলো।
বুধবার (৩০ মে) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তরের আয়োজনে পবিত্র ঈদুল ফিতরের এর পূর্ববর্তী নারায়ণগঞ্জ জেলার আঞ্চলিক ক্রাইসিস প্রতিরোধ কমিটি সংক্রান্ত জরুরী সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক রাব্বি মিয়া আরও বলেন, আমার স্বপ্ন এ দেশের শ্রমিকেরা একদিন মালিক হবে। আর বাইরের দেশের মানুষরা আমাদের দেশে শ্রমিক হয়ে কাজ করবে। শ্রমিকের সন্তানও শ্রমিক হবে তা আমি মেনে নিতে পারি না। আপনি শ্রমিক, আপনার সন্তানও যদি ভবিষ্যতে শ্রমিকই হয় তবে এই জীবনের মানে কি রইলো? তাই বেশি সন্তান না নিয়ে একটি সন্তানকে আপনার আর্থিক ক্ষমতা অনুযায়ী মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। যেন আপনার পরবর্তী প্রজম্ম সুখে থাকে। এই বার্তাগুলে শ্রমিকদের মাঝে পৌছে দিতে বিকেএমইএ, বিজেএমইএসহ সকল শ্রমিকনেতাদের প্রতি অনুরোধ করছি।
জেলা প্রশাসক বলেন, আমার পণ কবিতার প্রথম দুইটি লাইন (্সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারা দিন আমি যেন ভালো হয়ে চলি) মেনে চলতে পারলে অনেক সমস্যার সমাধান এমনি এমনিতেই হয়ে যায়। নেগেটিভ নিয়ে মাতামাতি করলে নেগেটিভ এর মাঝেই ডুবে থাকতে হয়। আর পজেটিভ নিয়ে চিন্তা করলে সয়ং আল্লাহ সেই পজেটিভের বাস্তবায়নে সহযোগীতা করেন।
রাব্বি মিয়া আরও বলেন, আগামী ২০১৮ সালের জাতীয় নির্বাচন রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১৩-১৪ সালের ভাঙচুরের রাজনীতি শেষ। এখন আর এ দেশের মানুষ ভাঙচুরের রাজনীতি পছন্দ করে না।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এড. হোসনে আরা বাবলী, কলকারখানা অধিদপ্তরের উপ মহাপরিদর্শক মোঃ ইকবাল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ ফারুক হোসেন, জেলা ইন্ডাস্ট্রির পুলিশ সুপার ইমতুৎ হোসেন, জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান, র‌্যাব-১১ এর এএসপি মোঃ বাবুল, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগম, বিকেএমইএ (প্রথম) সহ-সভাপতি মোঃ হাতেম, সহ সভাপতি জিএম ফারুক, জেলা পিপি এড. ওয়াজেদ আলী খোকন, জিপি এড. মেরিনা বেগম, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ পলাশ, জেলার ৭৪ সংগঠনের সমন্বয়ক আঃ কাদির, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের পরিচালক এহসানুল হাসান নিপু, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কাস জেলা কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু, সাধারণ সম্পাদক কবির হোসেন রাজু, শ্রমিক নেতা আবু নাইম খান বিপ্লব প্রমুখ।

সর্বশেষ সংবাদ