নিজেস্ব প্রতিবেদক: জাতীয় শ্রমিকলীগের সভাপতি ও ন্যাশনাল কোয়াডিনেশন ওয়ার্কার্স এডুকেশন কমিটির সদস্য শুক্কুর মাহামুদ আইএলও এর আমন্ত্রনে জেনেভায় ৩ দিনের সফরে শুক্রবার (৩ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর হয়ে টার্কিশ বিমান যোগে সুইজারল্যান্ডের জেনেভার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
সেখানে জার্মান সরকার ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে শ্রমিকরা দুর্ঘটনায় মৃত্যুবরণ ও অঙ্গহানির জন্য ক্ষতিপূরণের ব্যাপারে বৈঠক অনুষ্ঠিত হবে। একজন শ্রমিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে জীবনবীমা ও অঙ্গহানির ব্যাপারে কি পরিমাণ ক্ষতিপূরণ পাবেন সে বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হবে। শুক্কুর মাহামুদ বাংলাদেশের শ্রমিকদের জন্য অধিক পরিমাণ ক্ষতিপূরণ আদায় হয় সেই ব্যাপারে বক্তব্য রাখবেন। আগামী ৬ নভেম্বর তিনি দেশে ফিরবেন। তিনি সকল দেশ বাসির কাছে দোয়া চেয়েছেন।