নিজস্ব প্রতিনিধি:ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে নতুন একটি বন্ধন বাস নামানোকে কেন্দ্র করে মালিকপক্ষের দুই গ্রুপের উত্তেজনা থামাতে গিয়ে এক শ্রমিক নেতা মারধরের শিকার হওয়ার প্রতিবাদে রোববার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বন্ধ ছিল বন্ধন পরিবহনের বাস চলাচল। এতে করে চরম দুর্ভোগ পোহাতে হয় ওই রুটে চলাচলকারী যাত্রীদের। পরে দুপুরে পরিবহন মালিক নেতারা সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে বাস চলাচল শুরু হয়।
শ্রমিক নেতা জিলানী জানান, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে একটি নতুন বন্ধন পরিবহনের বাস নামানোকে কেন্দ্র করে মালিক পক্ষের উত্তেজনা সৃষ্টি হয়। এসময় শ্রমিক নেতা নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন পরিচালানা কমিটির কার্যকরী সাংগঠনিক খাজা ইফরান তাদের থামাতে গেলে সরকারী দলের ক্ষমতা দেখিয়ে বন্ধন বাস মালিক দেলোয়ার তাকে গালমন্দ ও মারধর করে। এতে ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা সকল যানবাহন বন্ধ করে দেয়।
পরে দুপুর ২টায় বন্ধন বাসের সভাপতি আইউব আলী, আনন্দ পরিবহনের চেয়ারম্যান মোক্তার হোসেন ও শ্রমিক নেতা জিলানী বৈঠকে বসে ঘটনায় সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহার করে নেয়।